Adeno Virus: অ্যাডিনো আবহে আরও ১ শিশুর মৃত্যু | ABP Ananda LIVE

অ্যাডিনো (Adenovirus) নিয়ে আতঙ্কের আবহে আরও ১ শিশুর মৃত্যু (Child Death)। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ বিসি রায় হাসপাতালে (BC Roy Hospital) অসুস্থ শিশুর মৃত্যু। বাইপাস (Bypass) সংলগ্ন আনন্দপুর থানা (Anandapur Police) এলাকার বাসিন্দা ওই শিশু ভুগছিল জ্বর-শ্বাসকষ্টে। ১৫ তারিখ থেকে ওই শিশু ভর্তি ছিল হাসপাতালে। এই নিয়ে গত জানুয়ারি থেকে ৯৬ শিশুর মৃত্য়ু।            

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola