GB Syndrome: রাজ্যে GB সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যু | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আমডাঙার পর এবার জগদ্দল ।রাজ্যে GB সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যুর খবর । গত ২৬ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়েছে BC রায় শিশু হাসপাতালে । কিশোরের নাম দেব কুমার সাউ ওই কিশোরের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে । এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর, খবর স্বাস্থ্যভবন সূত্রে বিসি রায় হাসপাতালে আরও দুই শিশু চিকিৎসাধীন । দুই শিশুর মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এর আগে আমডাঙা নিবাসী কিশোরের মৃত্যু হয় NRS মেডিক্যাল কলেজে । ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, GB সিনড্রোমের উল্লেখ রয়েছে
চাপড়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে 'বোমা-গুলি', একজনের মৃত্যু
মালদার পর চাপড়া, 'গুলি-বোমা', একজনের মৃত্যু। চাপড়ায় জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে 'বোমা-গুলি'। জমি বিবাদে চাপড়ায় সংঘর্ষ, একজনের মৃত্যু, আহত ৩। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে গ্রামবাসীর মৃ্ত্যু।