Morning Headlines: পাখির চোখ পঞ্চায়েত ভোট। আজ থেকে ২ মাস বাংলা পরিক্রমা অভিষেকের| ABP Ananda LIVE
Morning Headlines: পাখির চোখ পঞ্চায়েত ভোট। আজ থেকে ২ মাস বাংলা পরিক্রমা অভিষেকের। বিলাসবহুল তাঁবু থেকে গাড়ি, রাজার প্রজাদর্শন, কটাক্ষ শুভেন্দুর। মানুষ তাড়া করবে, মন্তব্য সেলিমের।
সন্ত্রাসমুক্ত ভোটের জন্য সঠিক প্রার্থী নির্বাচনের সওয়াল অভিষেকের। ক্ষমতা থাকলে প্রতীক ছাড়া ভোট করান, পাল্টা শুভেন্দু।
কোচবিহার দিয়ে শুরু, শেষ কাকদ্বীপে। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রায় নামছেন অভিষেক। ২ মাস পরে কর্মসূচি শেষ সাগরে।
নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা উচিত বলে হাইকোর্টের নির্দেশ। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট মামলা অভিষেকের। শুক্রবার পর্যন্ত বাড়ল স্থগিতাদেশের মেয়াদ।
দুর্নীতির তদন্তে বাধা হবে না সুপ্রিম কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে হলফনামা চেয়েও জানিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি। শুক্রবার শুনানি।