Bogtui: বগটুইয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের এক বছর আজ, কর্মসূচি নিয়েছে তৃণমূলও
বগটুইয়ে (Bogtui) ভয়ঙ্কর হত্যাকাণ্ডের এক বছর। আজ বিকেলে বগটুই যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিনই বিকেল ৪টে নাগাদ মহম্মদ সেলিমের নেতৃত্বে মৌন মিছিল হবে বগটুই মোড় থেকে। বগটুইয়ে কর্মসূচি নিয়েছে তৃণমূলও। আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরীরা তাদের তৈরি শহিদ বেদিতে মাল্যদান করবেন। গত বছরের ২১ মার্চ প্রথমে তৃণমূলের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন। তারপরই বগটুইয়ে আগুন লাগানো হয় একের পর এক বাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্য়ু হয় মহিলা ও শিশু সহ ১০ জনের।