Online Fraud : অনলাইন কেনাকাটায় গিফট ভাউচারের টোপ দিয়ে প্রতারণা, পর্দাফাঁস পুলিশের, গ্রেফতার ৮
অনলাইন কেনাকাটায় ৫০ হাজার টাকার গিফট ভাউচার জেতার টোপ দিয়ে ভিনরাজ্যের বাসিন্দাদের প্রতারণার পর্দাফাঁস। যাদবপুরের বাঘাযতীন এলাকা থেকে এক মহিলা-সহ ৮ জনকে গ্রেফতার করল লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার পুলিশ। অভিযোগ, রিভিউ কাইনেক্ট ইনফোটেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা খুলে চলছিল প্রতারণা। একাধিক বেসরকারি ব্যাঙ্কে খোলা হয়েছিল ভুয়ো অ্যাকাউন্ট। জাল ইনভয়েস বানিয়ে গ্রাহকদের ঠকানো হত বলে অভিযোগ।ধৃতদের কাছ থেকে বেশ কিছু ওয়্যারলেস ফোন, ল্যাপটপ, মোবাইল ফোন ও ভুয়ো নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।
Tags :
Arrest Police Fraud ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Onlinefraud