Abhijit Gangully: সরল শুধুমাত্র ২টি মামলা, বাকি মামলার শুনানি চলবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই
Abhijit Gangully: নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে বিভিন্ন সময় নানা পর্যবেক্ষণ করেছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। কখনও দুর্নীতির মাথা খুঁজতে বলেছেন, কখনও ধেড়ে ইঁদুর ধরতে বলেছেন। কখনও আবার ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছেন। কখনও বলেছেন, দুর্নীতির সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি।