Panchayet Election: 'মনোনয়ন দাখিলের জন্য় সময় মাত্র ৫ দিন! রিগিং শুরু হয়ে গেল', আক্রমণ অমিত মালব্যর

Continues below advertisement

Panchayet Election 2023: বিরোেধীরা প্রশ্ন তুলছেন, এত হাজার হাজার আসন, এত প্রার্থী, তার মনোনয়ের জন্য পর্যাপ্ত সময় কোথায় দেওয়া হল? বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় ট্য়ুইট করে বলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশে বিকেল সাড়ে ৫টার সময় রাজ্য় নির্বাচন কমিশন ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করল। মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ৯ জুন অর্থাৎ শুক্রবার থেকে। আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। অর্থাৎ প্রায় ৭৪ হাজার মনোনয়ন দাখিলের জন্য় সময় মাত্র ৫ দিন! রিগিং শুরু হয়ে গেল। অন্য়ান্য় রাজনৈতিক দলগুলো যাতে বাদ থেকে যায়, সেজন্য়ই মনোনয়ন জমা দেওয়ার জন্য় এই অল্প সময়। মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন নির্বাচন করানোর ছল করছেন? সরাসরি ফল ঘোষণা করে দিলেই পারেন।  ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram