Bratya Basu: চাকরিটা শুধু তৃণমূলকর্মীরা পাবে, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। ABP Ananda Live
চাকরিটা শুধু তৃণমূলকর্মীরা পাবে, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী। 'চাকরি তো দিয়েছি, তবে মন্ত্রী কোটায়, দাবি শিক্ষামন্ত্রীর'। 'ভাইরাল ভিডিওতে আমি কোনও দফতরের কথা বলিনি'। 'আমি আমার দলীয় কর্মীদের চাকরি হওয়ার কথা বলেছিলাম'। 'আমি মন্ত্রীর কোটায় যে চাকরি দেওয়া হয় তার কথা বলেছিলাম'। 'আমি কোটার ন্যায্য় চাকরি তৃণমূলের ছেলেদেরই দেব'। ভাইরাল ভিডিও নিয়ে এবিপি আনন্দে দাবি শিক্ষামন্ত্রীর