Amit Shah: 'অপারেশন মহাদেবে' মারা গেছে তিন জঙ্গি, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পহেলগাঁও হামলার ৯৭ দিনের মাথায়, 'অপারেশন মহাদেবে' বৈসরন উপত্যকায় হামলার প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা। এই তিন জঙ্গি কারা, তা মঙ্গলবার সংসদে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনকাউন্টার কালই কেন হল? প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। পহেলগাঁওয়ে নিহত ২৫ জন ভারতীয়র নাম এদিন সংসদে পড়েন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী।
আরও খবর....
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আবাসিক স্কুলের আদিবাসী ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেলের শৌচাগার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি।
পরিবারের দাবি, সহপাঠী এবং সিনিয়দের অত্যাচারে এই সিদ্ধান্ত। সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে ছাত্রীর তরফে কোনও অভিযোগ করা হয়নি। আবাসিক স্কুলের হস্টেলে একাদশ শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে রহস্য। সোমবার হস্টেলের শৌচাগারে মেলে ঝুলন্ত দেহ।সঠিক তদন্তের দাবিতে হস্টেলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই আদিবাসী ছাত্রীর বাড়ি খড়গপুরে। নবম শ্রেণি থেকে পূর্ব মেদিনীপুরের আবাসিক স্কুলে পড়াশোনা করত ওই কিশোরী। বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী হস্টেলে থাকত।