Kashmir News: পাক চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রর সঙ্গে পহেলগাঁও হামলায় কোনও যোগ আছে?

ABP Ananda Live: পাক চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রকে ঘিরে বিস্ফোরক তথ্য । পহেলগাঁও হামলার আগেই পাকিস্তানে গেছিলেন হরিয়ানার ইউটিউবার । পাকিস্তানের পাশাপাশি চিনেও সফর জ্যোতির । পহেলগাঁও হামলায় কোনও যোগ আছে? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাক চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ৩ ISI কর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হরিয়ানার ইউটিউবারের' । 'পাক দূতাবাসের কর্মী দানিশ ISI কর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন' । 'দিল্লির পাক দূতাবাসে ভিসা দেওয়ার আড়ালে চলছিল ISI নেটওয়ার্ক' । 'পহেলগাঁও হামলার সময়ে পাক হাইকমিশনের কর্মীর সঙ্গে যোগাযোগে ছিলেন জ্যোতি' । 'বেশ কয়েকজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গেও পাক হাইকমিশনের কর্মীর যোগাযোগ ছিল'। 

 

বীরভূমে TMC-র কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রতকে ফোন মমতার ! 'দল বিরোধী মন্তব্যে কঠোর ব্যবস্থা..'!a

অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর এই প্রথম বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। শীর্ষ নের্তৃত্বের নির্দেশে সম্প্রতি জেলা সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল। হাত ছেড়ে গিয়েছে রাশ। নির্দেশ আসে, ভবিষ্যতে কোনও কর্মসূচির প্রয়োজন হলে, তা ডাকবেন  বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মত গতকাল  আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকেন। মূলত এর আগে বৈঠকের আহ্বায়ক ছিলেন জেলা রাজনীতিতে অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তবে পরিস্থিতি বদলেছে। একদিনে নয়। একটু একটু করেই একুশের পর থেকে নানা ইস্যুতে জানান দিয়েছে। 

অনুব্রত মণ্ডলের ঘোষিত কর্মসূচির অনুমোদন কোর কমিটির। ২৪, ২৫ ও ২৬ মে ৩ মহকুমায় অনুব্রতর কর্মসূচিতে অনুমোদন। এদিন বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,'সোশাল মিডিয়ায় যাঁরা কোর কমিটি ও দল বিরোধী মন্তব্য করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা' ! জানা গিয়েছে, এবার বীরভূমে মাসে ২ বার করে বৈঠকে বসবে কোর কমিটি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola