Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদ নিয়ে 'INDIA' জোটেই দুই সুর
অভিষেকের বিরুদ্ধে এজেন্সির তদন্ত নিয়ে ইন্ডিয়া জোটেই দুই সুর। ED-র জিজ্ঞাসাবাদের কারণে, বিরোধী জোটের সমন্বয় কমিটির বৈঠকে যেতে পারেননি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তার প্রেক্ষিতে, বৈঠকে অভিষেকের চেয়ার খালি রাখা হবে জানিয়েছিলেন, জোটের অন্য়তম সদস্য়, উদ্ধব গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এজেন্সির অত্য়াচার নিয়েও সরব হন তিনি। সঞ্জয় রাউত বলেন, "তৃণমূলের নেতা অভিষেক ব্য়ানার্জী এই কমিটির সদস্য়। উনি আসতে পারলেন না, কারণ ED চায়নি, বিজেপি চায়নি, কেন্দ্রীয় সরকার চায়নি, যে, অভিষেক ব্য়ানার্জী দিল্লি পৌঁছে ইন্ডিয়ার কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে যোগ দিক। তাই, আজকের দিনেই ED তাঁকে ডেকেছে।" এরপর দেখা গেল, PDP নেত্রী মেহবুবা মুফতির পাশেই দেখা যায় একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। বৈঠকের পর কংগ্রেস নেতা কেসি বেনুগাপালও বলেন, ইডি ডেকেছে বলে অভিষেক আসতে পারেননি। প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি আর প্রধানমন্ত্রী। এদিকে, সম্পূর্ণ
উল্টো পথে হেঁটে, অধীর চৌধুরী বললেন, "CBI-ED তদন্ত হোক, চোরদের ধরা হোক, দুর্নীতিগ্রস্তদের ধরা হোক।" আবার মহম্মদ সেলিম কটাক্ষ, শুধু ফাঁকা রাখা কেন, পাদুকা রাখলেও পারত