Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রয়োজনীয় পদক্ষেপ না করাতেই এমন সমস্যা বলে দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকে 'ফটো সেশন' বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাওয়ায় আরও সমস্যা হচ্ছে মানুষের, একইসঙ্গে প্রশাসনও ত্রাণের কাজের পরিবর্তে ব্যস্ত থাকছে মুখ্যমন্ত্রীর তদারকিতে, নিজের সরকারের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, আজও পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ১ হাজার পুলিশ কর্মী মোতায়েন ছিলেন, এই পুলিশ কর্মীরা ত্রাণের কাজে লাগতে পারতেন, মানুষের ক্ষোভের ভয়েই কি এত পুলিশ মোতায়েন করতে হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায়? এইসব এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর ভুয়ো প্রতিশ্রুতি ও অক্ষমতা শুনতে শুনতে ক্লান্ত', সোশাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।