Smoke Cannister Incident: স্মোক-ক্যান কাণ্ডে আজও উত্তাল সংসদ, বিক্ষোভ বিরোধী সাংসদদের
Continues below advertisement
স্মোক-ক্যান কাণ্ডে (Smoke Cannister Incident) আজও উত্তাল সংসদ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি বিরোধীদের। ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিরোধী সাংসদদের, রাজ্যসভাতেও হট্টগোল। তুমুল হট্টগোলের জেরে দুপুর ২ পর্যন্ত মুলতুবি লোকসভা-রাজ্যসভার অধিবেশন । সংসদের ভিতরে বিক্ষোভ, বাইরে ধর্নায় বিরোধীরা।
Continues below advertisement