Ghantakhanek Sange Suman: সন্দেশখালি ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, কী করবে শাসক দল?ABP Ananda Live
সন্দেশখালি (sandeshkhali) ইস্যুতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, কী করবে শাসক দল? মার্চে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi), এই সময় বিজেপির (BJP) স্ট্রাটেজি কী? নরেন্দ্র মোদি কী বাংলায় এসে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন? সিঙ্গুর-নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালির তুলনা করে বিজেপির আক্রমণ। পাল্টা জবাব মমতার।