Hooghly News: হুগলিতে নার্সের রহস্যমৃত্যু ঘিরে হাসপাতালের বাইরে বিরোধীদের বিক্ষোভ
ABP Ananda LIVE: হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল কলকাতায়। শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনা।হাসপাতালের বাইরে বিরোধীদের বিক্ষোভ।গতকাল সিঙ্গুরের এক নার্সিংহোমে নার্সের মৃত্যু ঘিরে তুলকালাম বাধে মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নার্সের পরিবার।৩ দিন আগে শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন দীপালি জানা।
নবান্ন অভিযানেপুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১
নবান্ন অভিযানে ধুন্ধুমার, গ্রেফতার আরও ১। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১। খড়দার নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতার নীতীশ সিংহ। ভিডিওয় ওই যুবককে এক পুলিশকর্মীকে মারধর করতে দেখা গিয়েছে, দাবি পুলিশের। আগেই নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি নেতা। গ্রেফতার মানসচন্দ্র সাহা নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক। নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩।