Calcutta High Court: বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি, পুর-নিয়োগে সিবিআই তদন্তই বহাল | ABP Ananda LIVE
Calcutta High Court: বেঞ্চ বদলালেও মিলল না স্বস্তি, পুর-নিয়োগে সিবিআই তদন্তই বহাল। কোর্টে ধাক্কা রাজ্যের, পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায়ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা। 'প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুর-নিয়োগ দুর্নীতির নথিও মিলেছে'। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি। তার প্রেক্ষিতে সিবিআই কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করে ইডিও। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা বিচারপতি অমৃতা সিন্হার আদালতে স্থানান্তরিত হয়। রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই মামলায় রায়দান করলেন বিচারপতি সিন্হা