Holi 2023: হাত বাড়ালেই পুষ্পা, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। Bangla News
দোলে (Holi 2023) রং খেলতে ইচ্ছে (Holi Colour), কিন্তু গায়ে লাগলেই অসম্ভব সাইড এফেক্ট (Side Effects)। তাই ইচ্ছে থাকলেও ঘরে বসে দেখা ছাড়া উপায় নেই। এক্ষেত্রে মুশকিল আসান হতে পারে ভেষজ আবির (Organic Abir)। আর চাইলে তা ঘরে বানিয়েও ফেলতে পারেন অনায়াসেই। ইচ্ছেপূরণের ইচ্ছে মেটাতে লাগবে সহজ কয়েকটি উপকরণ। আর লাগবে ফুল (Flower)। পদ্ধতি দেখাচ্ছেন গড়িয়ার (Garia) বাসিন্দা অসীমকুমার চ্যাটার্জি (Ashim Kumar Chatterjee)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এই প্রাক্তনী দীর্ঘদিন ধরে বানাচ্ছেন এই ফুলের আবির (Organic Colour)। নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে তাঁর হাতের ছোঁয়ায় রূপ পাচ্ছে রংবেরঙের আবির (Dol Colour)। পুষ্প থেকে তৈরি, তাই পুষ্পা। অসীমবাবু বলছেন, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই এর। তাই পুষ্পার ছোঁয়ায়, ফুলের আবিরে মিলেমিশে আরও রঙিন হোক বসন্ত (Spring Festival)।