Duttapukur: তরল রাসায়নিক ও স্টোনচিপ দিয়ে আসলে কী তৈরি হত? বিস্ফোরক দাবি স্থানীয়দের | ABP Ananda LIVE
কোথাও বাঁশবাগানে, কোথাও পরিত্য়ক্ত ইটভাটায় বেআইনি বিস্ফোরকের কারবার! রবিবারই দত্তপুকুরের মোচপোল গ্রামে গিয়ে রহস্য়ময় ল্য়াবরেটরিরও হদিশ পেয়েছিল এবিপি আনন্দ। সোমবার সেখানে যায় পুলিশ, ফরেন্সিক। প্রশ্ন উঠছে, এই তরল রাসায়নিক ও স্টোনচিপ দিয়ে আসলে কী তৈরি হত? স্থানীয়দের কেউ কেউ বলছেন, এখানে বোমা তৈরি হত।