Train Service Intercepted: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
Train Service Intercepted : ফের ট্রেন বিভ্রাট, চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। নরেন্দ্রপুর (Narendrapur)-সোনারপুরের (Sonarpur) মাঝে ওভারহেড তার ছিঁড়ে ব্যাহত হয় রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল। একঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হলেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা। ABP Ananda LIVE