Kolkata Traffic: শহরে ফের বেপরোয়া বাসচালকের দৌরাত্ম্য, সাতসকালে দুর্ঘটনা। ABP Ananda Live
শহরে ফের বেপরোয়া বাসচালকের (Bus) দৌরাত্ম্য। একই রুটের দুটি বাসের রেষারেষি, শহরের যান শাসন নিয়ে প্রশ্ন। তার জেরে দুর্ঘটনা কলকাতার (Kolkata) প্রাণকেন্দ্র ধর্মতলায়। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বাঁশদ্রোণী থেকে বাবুঘাটমুখী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি বাস রানি রাসমণি অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর ডিভাইডার ভেঙে সোজা পাশের লেনে উঠে যায় বাসটি। শেষপর্যন্ত একটি গুমটিতে ধাক্কা মেরে তার ভিতরে ঢুকে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটির (Bus Accident) চালক পলাতক।