West Bengal Education: বেসরকারি স্কুলের নজরদারিতে এবার শিক্ষা কমিশন? কী বলছেন শিক্ষাবিদ পবিত্র সরকার?

Continues below advertisement

বেসরকারি স্কুলের নজরদারিতে এবার শিক্ষা কমিশন? শিক্ষা কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি, খবর সূত্রের। ফি বৃদ্ধি-সহ স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে কমিশনে। স্কুল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন। শিক্ষা কমিশন নিয়ে মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত, সূত্রের খবর। পরিকল্পনা স্তরে রয়েছে শিক্ষা কমিশন, জানালেন শিক্ষামন্ত্রী। এই প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, "ফি বৃদ্ধি নিয়ে প্রায়ই অভিভাবকদের সঙ্গে স্কুলের সমস্যা হয়। ফি যেন অতিরিক্ত বাড়ানো না হয়, সেই দিকটা নিশ্চয় দেখা উচিত। কিন্তু আর কী লক্ষ্য আছে?" "স্কুলগুলোকে কি আর কোনওভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে?", উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram