Padma Awards : 'কঙ্গনার পাশে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম এলে অসম্মান হবে', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যর | Bangla News

পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যর। স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতে আসতে বারণ, ট্যুইট করেছেন সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে, পদ্মশ্রী নেব না, মন চাইছে না, সম্মান প্রত্যাখ্যান নিয়ে দাবি করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের। পদ্মশ্রী ফেরানোর দাবি পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও।

সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'সন্ধ্যা মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করে তাঁদের শিল্পী জীবনের মর্যাদাকেই রক্ষা করেছেন। তাঁরা যে মানের শিল্পী, কঙ্গনা রানাউতকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী। তার পাশে যদি এই দুজনের নাম আসে, তাহলে তা সংস্কৃতি অঙ্গনের প্রতিষ্ঠিত মানুষের অসম্মান করা হবে। বুদ্ধদার নাম ঘোষণা করা হয়েছে যখন, তখনই আমি বলেছিলাম বুদ্ধদা নেবেনই না এই পুরস্কার। এমন একটা সরকার দিচ্ছে, যারা মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করছে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola