Panagarh News: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। ABP Ananda Live

ABP Ananda Live: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব । তরুণী মৃত্যুর ৪ দিনের মাথায় গ্রেফতার বাবলু । কাঁকসা থানায় ধৃত বাবলু যাদবকে নিয়ে আসা হয়েছে । ঘটনার দিন সাদা গাড়ি চালাচ্ছিলেন বাবলু । রেষারেষির জেরে দুর্ঘটনার ফলে মৃত্যু, আগেই জানিয়েছিল আসানসোল-দুর্গাপুর কমিশনার'

 

 

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু

 

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম মহম্মদ সুলতান, বাড়ি মালদা জেলার সুলতানগঞ্জে। ইসলামপুরে হোটেলের রুম ভাড়া নেন মহম্মদ সুলতান, দেহরক্ষীর সঙ্গে ছিলেন ১ জন মহিলা। দেহরক্ষীর স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে ওঠেন, দাবি হোটেল মালিকের। হোটেলের রুম থেকে উদ্ধার বিয়ারের বোতল ও ২টি কাচের গ্লাস। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মহম্মদ সুলতান, দাবি হোটেল মালিকের। কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola