Panagarh News: 'ধাওয়া করে ইভটিজিং' পানাগড়কাণ্ডে এখনও রহস্য

ABP Ananda Live: 'ধাওয়া করে ইভটিজিং' পানাগড়কাণ্ডে এখনও রহস্য । GT রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, এখনও অধরা অভিযুক্তরা ! দেড়দিন পার, এখনও অভিযুক্ত ৫ জনের হদিশই পেল না পুলিশ ! 'গতকাল সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব'। রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায়, দাবি কারখানার কর্মীর। কোথায় বাবুল যাদব? আড়ালের চেষ্টা দেখছে নিহতের পরিবার। ধরা পড়বে বাবলু যাদব, বাড়ি থেকে খালি হাতে ফিরে দাবি পুলিশের।

 

‘এবারের মহাকুম্ভ ১৪৪ বছর পর নয়’, বললেন মমতা, একই কথা বলেছিলেন শঙ্করাচার্য

 

পর পর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে উল্লেখ করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যে বিতর্ক হতে সময় লাগেনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি-র প্রায় সকলেই তীব্র আক্রমণ করেন তাঁকে। সেই নিয়ে এবার মুখ খুললেন মমতা। জানালেন, তিনি পুণ্যার্থীদের অসম্মান করেননি। তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola