ABP News

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে ব্যালট বিকৃতি, এসডিও-বিডিওকে সাসপেন্ডের সুপারিশ

Continues below advertisement

পঞ্চায়েত ভোটে (Panchayat Election) ব্যালট (Ballot) বিকৃতি, এসডিও-বিডিওকে সাসপেন্ডের সুপারিশ। উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপার বিকৃতি-মামলা। ষড়যন্ত্র করে ব্যালটে বিকৃতি, বিডিও-এসডিওকে সাসপেন্ড করার সুপারিশ। 'ব্যালট ষড়যন্ত্র করে বিকৃতি, বিডিও-এসডিওর ষড়যন্ত্রে থাকতে পারেন। একইসঙ্গে এই চক্রে যুক্ত অতিরিক্ত অনগ্রসর শ্রেণির দফতরের অফিসার', ৩ আধিকারিকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত করে পদক্ষেপের নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে অনুসন্ধান রিপোর্ট দিয়ে এই সুপারিশ জানালেন আদালতে।'তাঁর সুপারিশ, এফআইআর করতে হবে', অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণ, কাশ্মীরার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থী লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল। কিন্তু এসডিও অভিযোগ পাওয়ার পরেও কোনও পদক্ষেপ না করে আবেদনকারীকে নথি দিতে বলেন। তিনজনকেই সাসপেন্ড করার সুপারিশ রিপোর্টে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram