Panchayat Election:পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। Bangla News
পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে এনিয়ে পঞ্চায়েত দফতর এবং জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বরের মধ্যে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।কমিশনের পাশাপাশি, প্রস্তুতি শুরু করেছে প্রশাসনও।
Tags :
ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ Stateelectioncommission Panchayatelection এবিপিআনন্দলাইভ বাংলাখবর ElectionCommission