Panchayat Election: পঞ্চায়েত ভোটে বেলাগাম 'সন্ত্রাস', চলছে বাহিনী তরজা, উঠছে প্রশ্ন
ভোটের আগেই একের পর এক প্রাণহানি, বেলাগাম হিংসা। কোর্টের নির্দেশের পরেও পঞ্চায়েত ভোটে জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central force) চাইল কমিশন। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের নিরাপত্তায় মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। এছাড়া ৬ জেলায় ১ কোম্পানি করে রাজ্য়ের স্পেশালাইজড ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত। বীরভূম, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে থাকবে রাজ্যের স্পেশালাইজড ফোর্স। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্যের স্পেশালাইজড ফোর্স, সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমন্বয়ের দায়িত্বে বিএসএফের আই জি (কলকাতা) এস সি বুডাকোটি । ২০১৩-র পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় ছিল ৮২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২০২৩-এ লাগাতার অশান্তির পরেও মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। আদালতের নির্দেশের পরেও কেন কেন্দ্রীয় বাহিনীতে অনীহা কমিশনের, উঠছে প্রশ্ন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানাল রাজ্য নির্বাচন কমিশন।