Shamik Bhattacharya : লড়াই কোর্টেও হবে, মাঠেও হবে, তৃণমূলের উদ্দেশে হুঙ্কার শমীকের
Continues below advertisement
"অবাধ শান্তিপূর্ণ লুঠের ব্যবস্থা করবার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সরকারের দুই কান কাটা। কিন্তু, আমরা প্রস্তুত। যত প্রচেষ্টাই হোক না কেন, আর যত লুঠই হোক না কেন, যত দখলদারিরই চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেস, লড়াই হবে। লড়াই কোর্টেও হবে, মাঠেও হবে।" মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
Continues below advertisement