Panchayat Poll 2023: ‘ইসলামপুরের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না,’ মমতাকে হুঁশিয়ারি আব্দুল করিমের
পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ আব্দুল করিম চৌধুরীর। 'বিধায়কের কথা রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের তৃণমূলের যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, আমি ওদের সমর্থনে প্রচারে যাব। যেটা আমি নিজের জন্য় করতে পারতাম না, সেটা আমি ওদের জন্য় করব। মমতাদি আপনাকে অনুরোধ, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম হস্তক্ষেপ করবেন না। আমার সমান অধিকার আছে, যেটা আপনার আছে,' হুঙ্কার আব্দুল করিম চৌধুরীর।
Tags :
Mamata Banerjee Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Abdul Karim Chowdhury Panchayat Election 2023 ABP Ananda Bengali News - Bengali News