Panchayat Poll 2023: 'বিজেপি হিংসায় বিশ্বাস করে, তৃণমূল করে না' ট্যুইট কুণালের
'বিরোধী দলনেতা সবকিছুর সঙ্গেই তৃণমূলকে যুক্ত করেন। কিন্তু এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। শুভেন্দুকে পাল্টা জবাব কুণাল ঘোষের। 'বিরোধী দলনেতার কাছে কোনও প্রমাণ থাকলে 'সরাসরি মুখ্যমন্ত্রী'-তে অভিযোগ করুন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজেপি হিংসায় বিশ্বাস করে, তৃণমূল করে না।'ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital Kunal Ghosh ABP Ananda Panchayat Election 2023 ABP Ananda Bengali News SUVENDU ADHIKARI - Bengali News