Panchayet Election : ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, আজ থেকে শুরু মনোনয়ন | ABP Ananda Live
Continues below advertisement
Panchayet Election 2023: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। আজ থেকে মনোনয়ন (Nomination Submission) শুরু, শেষ দিন ১৫ জুন। এবারও একদফাতেই রাজ্যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ।রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন । গত ২০১৮-র ১৪ মে রাজ্যে একদফাতেই হয়েছিল পঞ্চায়েত ভোট। জেলা পরিষদের ৯২৮টি আসনে ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯হাজার ৭৩০টি আসনে ভোট হবে। ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোট।
Continues below advertisement
Tags :
Panchayet Election Panchayet Election 2023 /West Bengal #POLITICS West Bengal Panchayet Election Panchayet Polls