Panchayet Election: পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি বৈঠক বিজেপির, রিগিং রুখতে আলাদা কৌশল। Bangla News
পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি বৈঠক বিজেপির। ‘পঞ্চায়েত নির্বাচনে বুথ কমিটি ও পরিচ্ছন্ন প্রার্থী বাছাইয়ে গুরুত্ব বিজেপির। রিগিং রুখতে আলাদা কৌশল নেওয়া হচ্ছে। গতবারের মতো পরিস্থিতি এবার আর হবে না।' দাবি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। ‘দুর্নীতি ইস্যুতেও শাসকদলকে বিপাকে ফেলার রণনীতি বিজেপির।
সিএএ-এনআরসি ইস্যুতেও সরব হবে দল।' দাবি জগন্নাথ সরকারের।
Tags :
Bangla News Bangla News Live Jagannath Sarkar Bengali News ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News