Panchayet: পঞ্চায়েত ভোটে তৃণমূল ও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে মহাজোট
পঞ্চায়েত ভোটে তৃণমূল (TMC) ও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার বিরুদ্ধে মহাজোট গড়ল পাহাড়ের রাজনৈতিক দলগুলি। যেখানে যে দলের শক্তি বেশি সেখানে সেই দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মহাজোটকে সমর্থন করেছেন জিটিএর সদস্য বিনয় তামাংও। তবে এই জোটে নেই কংগ্রেস ও বামেরা।