Pankaj Dutta: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। ABP Ananda live

Continues below advertisement

West bengal Police: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে প্রয়াত পঙ্কজ দত্ত। বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। একমাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। 'ইস্যুভিত্তিক মতপার্থক্য থাকলেও উনি আমাকে স্নেহ করতেন', পঙ্কজ দত্তর মৃত্যুতে শোকজ্ঞাপন কুণালের। উনি বহুজনের কাছে আমার প্রশংসা করছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের। 'খারাপ লাগছে কথাটা শুনে', পঙ্কজ দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ চিকিৎসক কুণাল সরকারের। তিনি আরও বলেন, 'আমাদের মনে একটা আশঙ্কা ছিলই। বারাণসীতে গিয়ে তাকে দেখে আসা সম্ভব না হলেও চিকিৎসকদের সঙ্গে মাঝে মাঝেই কথা হচ্ছিল।'

 

পঙ্কজ দত্তর নির্ভীক চরিত্র, সততাকে কুর্নিশ জানিয়ে এক্স হ্যান্ডেলে এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, "সুমনবাবু, আমি দায়িত্ব নিয়ে বলছি…" ঠিক দু'হাত দূরে লাল চেয়ারে বসা ভদ্রলোক আর কখনও গর্জে উঠবেন না। পঙ্কজ দত্ত চলে গেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram