Pankaj Dutta: 'পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি', পঙ্কজ দত্তের মৃত্যুতে শোকজ্ঞাপন সমীর আইচের

West bengal police: থেমে গেল প্রতিবাদী কণ্ঠ ! এক মাসের বেশি সময় ধরে বারাণসীর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। এদিন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Former IG of West Bengal Police Pankaj Dutta)। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোকস্তব্ধ। বরাবর অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছে তাঁর কণ্ঠস্বর। রাজ্যের বিভিন্ন ইস্যুতে কোনও গাফিলতি দেখলেই সরব হয়েছেন। এবিপি আনন্দর 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন'-শোয়ের একের পর এক পর্বে তাঁর প্রতিবাদী কণ্ঠ রাজ্যজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। চাঁচাছোলা ভাষায় শাসকের ত্রুটি ধরিয়ে দিতে কখনো পিছপা হননি রাজ্য পুলিশের প্রাক্তন এই কর্তা। আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন অন্যদের ত্রুটিও। সেই কণ্ঠস্বর আর শোনা যাবে না। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (ABP Ananda Senior Vice President Suman De)।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola