Khaibarpass 2023: খাদ্য়রসিকদের মিষ্টিমুখ করাতে খাইবার পাসে হাজির পান্থতীর্থ | ABP Ananda Live
বাঙালির বিশেষ অভ্যাস ভরপেট খাওয়াদাওয়ার পর একটু হলেও মিষ্টি মুখ। তাই এবিপি আনন্দর খাইবার পাস ২০২৩ (Khaibar pass 2023) তে এবিপি লাইভ হাজির পান্থতীর্থের স্টলে। কী কী রয়েছে তাদের মিষ্টির বৈচিত্রে? চলুন দেখে নেওয়া যাক