Rg Kar News: 'একটা সাহায্য পেয়ে,এই সংগঠিত হত্যাকাণ্ড ঘটিয়েছে', R G Kar কাণ্ড নিয়ে মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda LIVE: 'নিষ্ঠুর, দানবীয়, পাশবিক ঘটনা ঘটিয়েছে মনুষ্য সমাজে । তারা একটা সাহায্য পেয়ে, একটা শক্তিকে অবলম্বন করে এই সংগঠিত হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা সবাই বুঝতে পারছে । এটা একটা সংগঠিত অপরাধ । তার জবাব চেয়েছে রাজ্যে, দেশে, দেশের বাইরের সব মা বোনেরা ।  যে প্রতিরোধ ধ্বনিত হয়েছে , সে কন্ঠ যেন না থামে, তা না হলে কিন্তু ফল খারাপ হবে । যারা করে অতীত থেকে শিক্ষা নিয়ে সফল করার চেষ্টা করে । তারা জানে মানুষ ভুলে যাবে । কদিন ঘাপটি মেরে থাকি । তারপর একই সহযোগিতায় বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরব, তাহলে সর্বনাশ', মন্তব্য পরাণ বন্দ্যোপাধ্যায়ের 

আরও খবর...

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI তদন্তের নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার আর জি কর মেডিক্যালের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলাতেও, পুলিশের উপর আস্থা রাখতে পারল না আদালত। এই তদন্তও CBI-কে দিল কলকাতা হাইকোর্ট। 

আর পুলিশ নয়, আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তেও এবার CBI, আর জি কর মেডিক্যালের আরও এক মামলায় রাজ্যের জোর ধাক্কা। CBI-কে আর জি কর মেডিক্যালের যাবতীয় দুর্নীতির তদন্তভার দিল হাইকোর্ট। কাল সকাল ১০টার মধ্যে তদন্ত-নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। ফলে তদন্তে রাজ্যের তৈরি SIT-এর আর কোনও গ্রহণযোগ্যতা রইল না। ৩ সপ্তাহ পরে CBI-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ। ১৭ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram