Park Circus Update: অধস্তন কর্মীদের সঙ্গে কথা বলা দরকার সিনিয়রদের'' প্রতিক্রিয়া প্রাক্তন পুলিশ কর্তার
ব্যস্ততা থাকলেও, থমথমে পার্ক সার্কাসের লোয়ার রেঞ্জ। গতকাল ভরদুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই এলাকায় ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। পুলিশ কর্মীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে নিরীহ মহিলার। আহত আরও ২ জন। সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন পুলিশ কর্মী চোডুপ লেপচাও। ঘটনার আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গতকালের ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেন, " আমার যত দূর ধারণা মানসিক ভাবে সমস্যা ছিল ওই পুলিশ কর্মী। হয়ত স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। বেশ কিছু দিন ধরেই হয় ডিপ্রেশন শুরু হয়েছিল। সেই মুহূর্তে কোনটা ঠিক কোনটা ভুল বোঝার অবস্থায় ছিল না। যখন বুঝল কোনটা ভুল তখন সুইসাইড করল। সিনিয়র অফিসারদের অধস্তন কর্মীদের সঙ্গে কথা বলা দরকার। একটা ওরিয়েন্টেশন দরকার।''