Park Street Shoot Out: ঘাতক জওয়ানের নিশানায় ছিলেন এক ইন্সপেক্টর ও অ্যাসিন্ট্যান্ট কমাডান্ট!
Continues below advertisement
পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে নতুন তথ্য। সূত্রের খবর, হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রর নিশানায় ছিলেন অ্যাসিন্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ ও ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার। গতকাল ঘটনার সময় গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন এএসআই রঞ্জিত সারেঙ্গি ও ওই দুই অফিসার। সেই সময় রোলকল চলাকালীন আচমকাই সেন্ট্রি পোস্ট থেকে AK 47 রাইফেল ছিনিয়ে এনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন CISF জওয়ান। নিজেদের বাঁচাতে গাছের আড়ালে লুকিয়ে পড়েন ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট। ভয়ে ১, ৪ ও ৫ নম্বর ব্যারাকে থাকা জওয়ান ও অফিসাররা ঘর ছেড়ে জাদুঘর চত্বরে একটি পুকুরপাড়ে আশ্রয় নেন। এর মধ্যেই গুলিতে মৃত্যু হয় এএসআই রঞ্জিত সারেঙ্গির। AK 47-এ থাকা ৩০ রাউন্ডের মধ্যে ১৫ রাউন্ড গুলি চালিয়ে ৪ নম্বর ব্যারাকে গিয়ে দরজা বন্ধ করে দেন CISF জওয়ান।
Continues below advertisement
Tags :
Kolkata News ABP Ananda Park Street ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Shoot Out এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Park Street Shoot Out এবিপি আনন্দ