Park Street Shoot Out: ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের নেপথ্যে কি ছুটি সংক্রান্ত ক্ষোভ? গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডের নেপথ্যে কি ছুটি সংক্রান্ত ক্ষোভ? ভারতীয় জাদুঘর সূত্রে পাওয়া তথ্যে তেমনই ইঙ্গিত। সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ ছাড়াও CISF-এর হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রর নিশানায় ছিলেন ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার, এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গি ও এক কনস্টেবল। সূত্রের খবর, ডিউটি রোস্টার তৈরি করা ছাড়াও কে, কবে ছুটি পাবে, তা ঠিক করতেন রঞ্জিত ও ওই কনস্টেবল। তা মঞ্জুর করতেন অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ। গতকাল আগেই বেরিয়ে যান কনস্টেবল। সূত্রের খবর, সুবীর ঘোষ নিজের কোয়ার্টারে ফিরছিলেন। কাছেই দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী। সেইসময় ব্যারাকে কর্তব্যরত কনস্টেবলের AK 47 রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করেন অক্ষয়। সূত্রের খবর, সহকর্মীকে খুনের পর, আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই জওয়ান। লাউড স্পিকারে অনুরোধ জানিয়ে তাঁকে বাগে আনেন কলকাতা পুলিশের অফিসাররা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram