Kolkata Parking Fee : কলকাতায় আরও দামি পার্কিং ! ডিজিটালে বিপাকে প্রবীণদের একাংশ
Continues below advertisement
শনিবার থেকে কলকাতায় আরও দামি হল পার্কিং। প্রতি ঘণ্টায় মোটরবাইক রাখার জন্য় এতদিন দিতে হত ৫ টাকা। গতকাল থেকে প্রথম-দু-ঘণ্টার জন্য় লাগছে ১০ টাকা। চারচাকা গাড়ির ক্ষেত্রেও ১০ টাকার পরিবর্তে প্রথম ২ ঘণ্টার জন্য় দিতে হবে ২০ টাকা। পেমেন্টের গোটা প্রক্রিয়াই ডিজিটাল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে প্রবীণ নাগরিকদের একাংশ।
Continues below advertisement