Waqf Bill: ''মুসলিমদের অধিকার ক্ষুণ্ণ করেছে এই ওয়াকফ সংশোধনী বিল'', আক্রমণ কল্যাণের

ABP Ananda Live: 'রাজ্যের অধিকার খর্ব করেছে ওয়াকফ সংশোধনী বিল'। 'মুসলিমদের অধিকার ক্ষুণ্ণ করেছে এই বিল'। বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

 

ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার

ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার। সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে মিলেছে বিপুল বাজির সম্ভার!  দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে। পুলিশ সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল বণিক পরিবার। অর্ডার মতো সেই সব বাজি তৈরির কাজও শেষ হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বাড়ির চারটি ঘরের তিনটিতেই তৈরি হয়ে যাওয়া বাজি মজুত করা হয়েছিল। এমনকি তার মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল। বাড়ির অদূরেই রয়েছে ১০ ফুট বাই ১২ ফুটের কারখানা। জায়গা না কুলনোয়, অর্ডারের বিপুল বাজি ঘরের ভিতরে মজুত করেছিল বণিক পরিবার, খবর পুলিশসূত্রে। উঠছে নজরদারি নিয়ে প্রশ্ন, পুলিশের নাকের ডগায় এই কারবার রমরমিয়ে চলল কী করে! এলাকায় একটা বাড়ির ভিতরে অসচেতনভাবে এত বাজি মজুত হল, কেউ টের পেল না?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola