Parliament Security: সংসদকাণ্ডের মাস্টারমাইন্ড ললিত ঝা-কে যুব তৃণমূলের পদাধিকারী বলে দাবি শুভেন্দুর
Indian Parliament Security: সংসদে স্মোককাণ্ডের (Indian Parliament Security) মাস্টারমাইন্ড ললিত ঝা-কে যুব তৃণমূলের (TMC) পদাধিকারী বলে দাবি করলেন বিরোধী দলনেতা। এই ব্যাপারে দিল্লি পুলিশকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ললিতের সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতা প্রমাণ করতে একাধিক ছবি সামনে এনেছে বিজেপি (BJP)। সংসদের নিরাপত্তা ইস্যু থেকে নজর ঘোরানোর ছক! পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। ABP Ananda LIVE
Tags :
BJP Leader ABP Ananda LIVE SUVENDU ADHIKARI Security Breach In Lok Sabha Indian Parliament Security