Parliament Security: 'আমার ছেলে খুব ভাল, সে নির্দোষ,' দাবি ললিতের বাবা-মায়ের | ABP Ananda LIVE
Parliament Security: 'আমার ছেলে খুব ভাল, সে নির্দোষ। কোচিং সেন্টারে পড়ায়। ১০ ডিসেম্বর আমাদের দ্বারভাঙার ট্রেনে তুলে দিয়েছিল ছেলে। আমরা কেউই কিছু জানতাম না। ন্যায়বিচার চেয়ে আমরা আদালতের দ্বারস্থ হব'। জানালেন সংসদ হামলাকাণ্ডের (Parliament Security Security Breach) মাস্টারমাইন্ড ললিতমোহন ঝা-র বাবা-মা দেবানন্দ ঝা ও মঞ্জুলা ঝা। বিহারের দ্বারভাঙার রামপুর-উদয় গ্রামে ললিতের পৈতৃক বাড়ি। ঝা দম্পতি জানিয়েছেন, তাঁরা কলকাতায় থাকেন। মেজ ছেলে ললিত কলকাতারই কলেজ থেকে বিএ পাস করে কোচিং সেন্টারে পড়ান। পুলিশের দাবি, ১০ ডিসেম্বর মা-বাবাকে দ্বারভাঙার ট্রেনে তুলে দিয়ে নিজে দিল্লির ট্রেন ধরেছিলেন ললিত।সংসদে স্মোক-ক্যান (Indian Parliament Security) হামলাই তিনিই মূল ষড়যন্ত্রী, জেনে হতবাক ললিতের পরিবার। ABP Ananda LIVE
Tags :
Parliament Winter Session ABP Ananda Security Breach In Lok Sabha Indian Parliament Security Parliament Security