Narendra Modi:'এই নির্বাচনে বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাস্ত করেছে দেশবাসী', তীব্র আক্রমণ মোদির

Continues below advertisement

ABP Ananda LIVE: '৬ দশক পর দেশবাসী পরপর ৩ বার একই সরকারে ভরসা রেখেছেন' , 'কিছু মানুষ জেনেবুঝে দেশের মানুষের রায়কে ব্ল্যাকআউট করার চেষ্টা করছে''কিন্তু শেষ পর্যন্ত তাদেরই পরাজয় হচ্ছে', 'কংগ্রেস বারবার বলছে, এক তৃতীয়াংশ সরকার', 'এক তৃতীয়াংশ হয়েছে, আরও দুই তৃতীয়াংশ বাকি আছে', 'এই নির্বাচনে বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাস্ত করেছে দেশবাসী' । 'সংবিধানের প্রতিটি শব্দ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান', 'আজ যাঁরা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছেন, তাঁরাই সংবিধান দিবস পালন করতে চাননি', 'বিকশিত ভারত গঠনের জন্যই দেশের মানুষ তৃতীয়বার আমাদের ক্ষমতায় এনেছে''কিছু মানুষ অটো পাইলট মোডে সরকার চালাতে পছন্দ করেন', 'কিন্তু আমরা পরিশ্রমে বিশ্বাস করি'
'তাই ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram