Narendra Modi: 'রাহুল বাচ্চার মতো আচরণ করেছেন', রাহুলকেই নিশানা নরেন্দ্র মোদির | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: গতকাল সরাসরি তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী। আজ তার পাল্টা দিতে গিয়ে, রাহুলকেই নিশানা করলেন নরেন্দ্র মোদি। বললেন, গতকাল রাহুল বাচ্চার মতো আচরণ করেছেন।এবারের ভোটে একশোর কম আসন পাওয়ায়, কংগ্রেসকে পরজীবী-দল বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বক্তব্য রাখতে উঠতেই, সংসদে ব্যাপক হইহট্টগোল শুরু হয়। অন্য়দিকে, চারশো আসনের লক্ষ্য়মাত্রা নিয়ে, আজ সংসদে বিজেপিকে বিদ্রুপ করতে দেখা যায় কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়কে।

নন্দীগ্রাম থানায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৪৭টি FIR-এর তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা। আগামী ২ সপ্তাহ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ।

একের পর এক জায়গায় গুলি। এবার পূর্ব বর্ধমানের কালনায় চায়ের দোকানে গুলি করে খুন করা হল এক ব্যক্তিকে। অপরাধের খাতায় নাম রয়েছে মৃতের, পুরনো শত্রুতার জেরেই খুন, দাবি পুলিশের। আততায়ীরা অধরা। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, লুঠের নাটক করতে নিজেই গুলি চালান ব্যবসাযী।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram