Parliament Session: নতুন ভবনে বিশেষ অধিবেশনে পদ্ম ফুল আঁকা নতুন পোশাকে দেখা যাবে সংসদ কর্মীদের | ABP Ananda LIVE

Continues below advertisement

নতুন ভবনে বিশেষ অধিবেশনে পদ্ম ফুল আঁকা নতুন পোশাকে দেখা যাবে সংসদ কর্মীদের । গলাবন্ধ স্যুটের পরিবর্তে তাঁরা পরবেন ম্যাজেন্টা অথবা গাঢ় গোলাপি রঙের নেহরু জ্যাকেট । ফুলেল নকশার শার্টে আঁকা থাকবে পদ্ম, সঙ্গে থাকছে খাকি প্যান্ট । মহিলারা পরবেন হালকা রঙের শাড়ি, যাতে পদ্ম ফুল আঁকা থাকবে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram