Partha Chatterjee : আজ সিজিও-য় অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা পার্থকে , খবর ইডি সূত্রে

Continues below advertisement

ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে। সকাল ৬টা ৩৪-এ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় ইন্ডিগোর বিমান। বিমানবন্দরে প্রস্তুত ছিল ইডি-র ৪টি গাড়ি। ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। গতকাল রাতেই পার্থকে প্রাইভেট ওয়ার্ড থেকে এইমসের অতিথিশালায় স্থানান্তরিত করা হয়। এরপর আজ ভোর ৪টে ২৫-এ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হাসপাতাল থেকে রওনা দেয় ইডি-র গাড়ি। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর পর পার্থর জন্য আনা হয় হুইল চেয়ার। ভোর ৫টা ৪০-এর বিমানে মন্ত্রীকে নিয়ে কলকাতায় রওনা হন ইডি-র আধিকারিক। তৃণমূল মহাসচিবের সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত ও এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তুষারকান্তি পাত্র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram