Partha Chatterjee: যে কোনও শর্তে জামিন! আবেদন পার্থর। Bangla News
যে কোনও শর্তে জামিন চাইলেন পার্থ। ‘প্রয়োজনে একা বাড়িতে রাখুন পুলিশি নজরদারিতে।' আদালতে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। ‘অপা ইউটিলিটি সার্ভিসেসের অংশীদার ছিলেন না, ফাঁসানো হচ্ছে। বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা রয়েছে, চিকিৎসা প্রয়োজন। এসএসসি বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। ইডি নথিতে আমার মক্কেলের সই আছে বলে দাবি করছে, তিনি অস্বীকার করেছেন। এটা কি ইডিকে অসহযোগিতা? অস্থাবর সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এলআইসি পলিসি পার্থর নামে নয়’, সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Partha Chatterjee ABP Ananda SSC Case ABP Ananda Bengali News SSC Scam