SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ফের হাজতবাস পার্থর

Continues below advertisement

ফের খারিজ জামিনের আর্জি (Bail plea), নিয়োগ দুর্নীতি(Recruitment scam)মামলায় ফের হাজতবাস (Jail) , আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার যথেষ্ট প্রমান আছে কেস ডায়েরিতে (Case diary) নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Teacher Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আদালতে বিদ্যাসাগরের উপমা টানল ইডি (ED)।একইসঙ্গে ইডি-র চার্জশিট খারিজের আবেদন প্রত্যাহার করলেন পার্থর আইনজীবী।আদালতে ইডি-র আইনজীবী বলেন, ২৬ সেপ্টেম্বর, ১৮২০ ও ১৯৫২-র ৬ অক্টোবর, বাংলায় দুই মহান ব্যক্তি জন্ম নিয়েছেন।'একজন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে, আরেকজন কুখ্যাত পার্থ চট্টোপাধ্যায়''একজন বাংলার শিক্ষা ব্যবস্থাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গেছেন, আরেকজন ১০০ বছর পিছিয়ে দিয়ে ধ্বংস করেছেন'পাশাপাশি, ইডি-র আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। এদিন জামিন আবেদনের পাশাপাশি, ইডি-র চার্জশিট খারিজেরও আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়।পরে চার্জশিট খারিজের আবেদন প্রত্যাহার করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। ইডি-র আইনজীবী দাবি করেন, এক্ষেত্রে আদালতের সময় নষ্ট করায়, পার্থকে জরিমানা করা হোক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram